কৃষ্ণা দশমী
এই কাব্যগ্রন্থের পরিকল্পনা করেছিলেন স্বয়ং জীবনানন্দ। ১৯৪৮ সালের ১৭ আগস্ট নির্মাণ করেছিলেন এই বইয়ের সূচিপত্র। এই ঘটনার সাক্ষ্য দিচ্ছে 'প্রতিক্ষণ' প্রকাশিত ভূমেন্দ্র গুহ সম্পাদিত জীবনানন্দ দাশের শেষ ছ'বছর পাণ্ডুলিপি সংস্করণ'-এর প্রথম খণ্ডের প্রথম এন্ট্রি। কবির সঙ্কল্প ছিল, সিগনেট প্রেস' থেকে বইটি প্রকাশ করার। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে এই কবিতাগুলি আর মলাটবদ্ধ হয়নি। একটি গ্রন্থনির্মাণকে ঘিরে কবির অপূর্ণ স্বপ্নের রূপায়ণ 'কৃষ্ণ দশমী'। তাঁর অন্য যেকোনও কাব্যগ্রন্থের মতোই গভীর এবং সুদূরপিয়াসী।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি