টিনটিন, কুট্টুস আর ক্যাপ্টেন হ্যাডক বেরিয়ে পড়ল লাল বোম্বেটের বহুদিনের হারিয়ে যাওয়া গুপ্তধন খুঁজে বের করতে। বোম্বেটে জাহাজ-এর থেকে পাওয়া সূত্র থেকে এখন তাদের কাছে আছে গুপ্তধনের সম্ভাব্য ঠিকানার মূল্যবান সংকেত। কিন্তু এই খোঁজ মোটেও সহজ নয়, বিশেষত যখন দলে আছে ডিটেকটিভ জনসন ও রনসন এবং প্রফেসর ক্যালকুলাস। এক জনশূন্য দ্বীপে তারা বিচিত্র সব আবিষ্কার করে, জলের তলায় চলে ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার। আর সেই অ্যাডভেঞ্চারের হয় এক অপ্রত্যাশিত সমাপ্তি।
এই ওয়েবসাইটের কার্যকারিতার জন্য আমরা কুকি ব্যবহার করে থাকি। এছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সঙ্ক্রান্ত তথ্যের জন্য আমরা কুকির সাহায্য নিই। নিচের বটন ক্লিকের মাধ্যমে আপনি সমস্ত রকমের কুকি ব্যবহারে সম্মতি জানাচ্ছেন।