রহস্যময় সূত্রের সারি ধরে টিনটিন আর কুট্টুস একদল মারাত্মক আফিম চোরাচালানকারীর পিছু নেয়। টিনটিনকে তারা পাকড়াও করে। মাঝসমুদ্রে এক দুঃসাহসিক পালানোর প্রচেষ্টার সময় তার আলাপ হয় ক্যাপ্টেন হ্যাডকের সাথে। একসঙ্গে তারা ধাওয়া করে সেই চোরাচালানকারীদের, উত্তপ্ত সাহারা মরুভূমি থেকে মরক্কোর এক বন্দরের অলিগলিতে।
এই ওয়েবসাইটের কার্যকারিতার জন্য আমরা কুকি ব্যবহার করে থাকি। এছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সঙ্ক্রান্ত তথ্যের জন্য আমরা কুকির সাহায্য নিই। নিচের বটন ক্লিকের মাধ্যমে আপনি সমস্ত রকমের কুকি ব্যবহারে সম্মতি জানাচ্ছেন।