মধুমাস ও পোকাজীবন
উৎপল দে প্রণীত কবিতাগ্রন্থ
প্রচ্ছদ মুক্তিরাম মাইতি
এয়োতি চিহ্নে জট ও উকুন। লাল রঙ লেপা চুলে
গালে পক্সের গুটি... জুঁই ফুলে সাজানো খোঁপা
প্রথম প্রহরে নুন মুখে নিয়ে ভেসে উঠি।
ভাঙাকুলো নিয়ে ছাই ফেলে কলাবতী বউ
পান্তা ফুরিয়েছে মা রাতে। আজ আর কাঁদিস না তুই
কোমর অবধি দ্যাখ গিলেছে গোসাপ... বাকি দেহটুকু
হেসে ওঠে খিল খিল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি