মধ্যযুগের বাংলা কাব্যে শিব ও শিবায়ন
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
বাংলাদেশের শিবকাহিনি অতি প্রাচীন। শিবের চরিত্রে একদিকে যেমন রয়েছে বাংলার কৃষিভিত্তিক সমাজের লৌকিক রূপের পরিচয়; তেমনই অন্যদিকে রয়েছে পুরাণ ও সংস্কৃত আখ্যানের আদিরসাত্মক ছাপ। মনসামঙ্গল ও শিব-চতুর্দশীর আখ্যানভিত্তিক মৃদলুব্ধ কাহিনিতেও শিব চরিত্রের সম-বৈশিষ্টই ধরা পড়েছে। শিবায়ন কাব্যধারায় এই শিবই যেন বিস্তৃত ভাবে রূপায়িত। তবে একথা অনস্বীকার্য যে, বাংলা সাহিত্যের এই শিবায়ন শাখাটি বিশিষ্টতা অর্জন করেছে শিব-মাহাত্মের জন্য নয়; লৌকিক শিব কাহিনির জন্য। এই কাব্যের মূল উপজীব্য স্বর্গ থেকে শাপভ্রষ্ট কোনো চরিত্রের আখ্যান নয়; মানবিক জীবনের কাহিনি। সে কাহিনির মূলে রয়েছেন শিব। এই শিব কীভাবে পৌরাণিক না হয়ে কৃষিনির্ভর বাঙালি শিবে রূপান্তরিত হয়েছেন সেটাই এই বইটির মূল সুর।।