মালগুজার
প্রসেনজিৎ সিংহ
অরণ্যের জীবনে অ্যাডভেঞ্চার এসেছে এক ঊষর ভূমিখণ্ডকে সবুজে ঢেকে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে। মধ্যপ্রদেশের প্রত্যন্তে কোনও এক 'তেরা মিল' হয়ে ওঠে তার কর্মভূমি। বাগদত্তা আবীরাকে কলকাতায় পিছনে রেখে সে ঘাঁটি গাড়ে অপরিচিত জায়গায়। কিন্তু রুক্ষ আর রিক্ত প্রকৃতির মতোই মূর্তিমান বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় সেখানকার মালগুজার রামযতন। চম্বলের বাগি পূর্বপুরুষদের রক্ত তাকে ছুটিয়ে বেড়ায় অধিকার রক্ষার তাগিদে। সংঘাত এড়াতে পারে না অরণ্য। কিন্তু এক তারাভরা রাতে রামযতনের গোপন অসহায়তা আবিষ্কার করে ফেলে সে। এর পরেও কি ব্যর্থ হবে তার লক্ষ্য? কলকাতার বৃদ্ধ ব্যবসায়ী বনওয়ারিলালের সঙ্গে তেরা মিলের কী সম্পর্ক? যৌবনে কলেজের বন্ধু রামশরণ আর তার বোনই বা কী ভাবে সম্পৃক্ত সেই জটিল আবর্তে? কেন পরস্পরের থেকে দূরে সরে যেতে হয় তাদের? এ আখ্যানের নায়ক অরণ্য কি শেষ পর্যন্ত মিলিয়ে দিতে পারে সেই জটিল অঙ্ক? এই উপন্যাসের পাতায় জীবন্ত হয়ে ওঠা চরিত্রগুলির মধ্যে সম্পর্ক আর তার বিচিত্র টানাপড়েনে পরিচিত ছকের সন্ধান করা উচিত হবে না। বরং তার বিপ্রতীপে ভিন্নতর এক জীবনের আঘ্রাণ জারিত করবে পাঠকের সত্তা।
প্রসেনজিৎ সিংহ :
দীর্ঘদিন ধরে প্রসেনজিৎ সিংহ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রথম গল্প প্রকাশিত হয় ২০১৪-তে দেশ পত্রিকায়। পরবর্তীতে আনন্দবাজার রবিবাসরীয়, সানন্দা, উনিশ-কুড়ি, এবেলা, আনন্দমেলাতেও গল্প প্রকাশিত হয়েছে। লিখছেন নিয়মিত। গল্প, উপন্যাসের পাশাপাশি লিখেছেন নন-ফিকশনও। দ্য কাফে টেবল থেকে পূর্বে প্রকাশিত হয়েছে - পরবাসের পারানি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি