মল্লভূমে গণ্ডগোল
হত্যা রহস্য সিরিজ
এস গোস্বামী
--------------
আজকের দিনটাই যেন একটু ঢিমে তেতালা।
গত শুক্রবার পরাগ একটা মার্ডার কেস সলভ করেছে, তাই মনটা একটু খুশি খুশি ছিল। আর এই দুই সাগরেদ সৌমেন আর রজতের ব্যাপার... কেসটা কমপ্লীট হতেই কানের কাছে ভজভজ করছে- "কবে খাওয়াচ্ছ বল"।
জুনিয়ারদের আবার পরাগ না করতে পারে না। সে এখনও ব্যাচেলার, তাই লালবাজারের অফিস রুমটাই তার সব। সব মানে সত্যি সত্যিই সব... কাজের জায়গা, কখনও আড্ডা ঘর, লাঞ্চের স্পেস, চা-খানা, পড়ার জায়গা আবার ক্লান্ত হলে বা ব্যাস্ত থাকায় রাত হয়ে গেলে মাঝে মধ্যে ওই ঘরেই ঘুমিয়েও নেয়। পরাগের দুই বস, চিন্ময় লাহিড়ী আর দ্বিপান্বিতা হালদার ওকে ভালোমতোই জানে, তাই ঘাঁটায় না। সিনিয়ার ডিটেকটিভ অফিসার হিসাবে গোয়েন্দা বিভাগে পরাগের সুনাম রয়েছে। অবশ্য পেছনে অনেকে তাকে "কাজ পাগলা" বলে ডাকে। সে জানেও সেটা, কিন্তু অন্যের ওপিনিয়ানে কে আর মাথা ঘামায়। সে অফিস টাইমের পরোয়া করে না, কাজটা কমপ্লীট করা... গোয়েন্দা হিসাবে ডিটেকশান আর প্রবলেম সলিউশান তার কাজ। সে সেটাই করে, পরাগের সি.ভি.-ই তার পরিচয়।
তা কেসটা শেষ হতেই সৌমেন আর রজতের ঘ্যানঘ্যানানি... "চল পরাগদা, একটু সেলিব্রেট তো করতেই হয়, তাই না? কখন দুম করে তোমার প্রোমোশান হয়ে যায়...!"
রাত নটার সময় ট্রাঙ্কাস-এ ঢুকতে ঢুকতে পরাগ বললো- "তাহলে তোরা কেউ আমার উন্নতি হোক সেটা চাস না?"
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.