মানুষের মাংসের রেস্তোরাঁ (ডার্ক ফ্যান্টাসি)
লেখক - মোজাফ্ফর হোসেন
প্রকাশক : বুক ফার্ম
প্রচ্ছদ : অর্ক চক্রবর্তী
অলংকরণ - গৌতম কর্মকার
গ্রন্থ পরিকল্পনা : কৌশিক মজুমদার
বইটি বাংলাদেশের বেস্টসেলার— প্রকাশের অল্প সময়ের মধ্যে ছয়টি মুদ্রণ শেষ হয়েছে। দেড় শতাধিক রিভিউ প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রপত্রিকায়। গল্পগুলোতে জাদুবাস্তবতা ও পরাবাস্তবতার সঙ্গে যুক্ত হয়েছে ভায়োলেন্স— মানুষের মুখোশের আড়ালের চেহারাটা এমন করে উঠে এসেছে যে পাঠক পড়তে পড়তে শিউরে উঠবেন, প্রশ্নবিদ্ধ করবেন নিজেকেও। সমাজের নির্মমতা, নিষ্ঠুরতা এবং নৃশংসতার নানা চিত্র কখনো তীব্র শ্লেষে, কখনো রূপকের মাধ্যমে উঠে এসেছে প্রতিটা গল্পে। এরই মধ্যে গ্রন্থের একাধিক গল্প ইংরেজিসহ হিন্দি-গুজরাটি-নেপালি- ইতালি ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। বর্তমানে তিনটি গল্পের নাট্যরূপ মঞ্চস্থ হচ্ছে শান্তিনিকেতনের অচিরায়। গুণী চিত্রশিল্পী গৌতম কর্মকারের অলংকরণ বইটির ভারতীয় সংস্করণে নতুন মাত্রা যোগ করেছে।
লেখক মোজাফ্ফর হোসেন বাংলাদেশের এই প্রজন্মের আলোচিত গল্পকার। এরই মধ্যে কথাসাহিত্যে অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার, আবুল হাসান সাহিত্য পুরস্কার, কালি ও কলম সাহিত্য পুরস্কার, সমকাল সাহিত্য পুরস্কার, আনন্দ আলো সাহিত্য পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.