আশ্চর্য সাত
অয়ন রাহা
'আশ্চর্য সাত' বইটির বিষয়বস্তু
----------------------------------------
‘সপ্তম আশ্চর্য’ আসলে কী? এককথায় বলা চলে, প্রাচীন যুগের সাতটা বিস্ময়-স্থাপত্যের এক উজ্জ্বল সমাহার। যা আদতে গ্রীক পর্যটকদের লেখা ভ্রমণকাহিনী বা ‘থিমেটা’। এখানে উল্লেখ্য, এই সপ্তম আশ্চর্যের তালিকা কিন্তু একটা নয়। একজোড়া। অর্থাৎ, সবমিলিয়ে চোদ্দটা আশ্চর্য।
খুফুর পিরামিড, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, অলিম্পিয়ার জিউস মূর্তি, আর্টিমিসের মন্দির, হ্যালিকারনাসাসের সমাধি, রোডসের কলোসাস এবং আলেকজান্দ্রিয়ার লাইটহাউস, - প্রাচীন যুগের এই সাতটা আশ্চর্য নিয়ে তৈরি হয়েছে প্রথম তালিকা।
দ্বিতীয় তালিকার সদস্যরা তুলনামূলকভাবে বয়সে নবীন। অন্তর্জালে বিশ্বব্যাপী ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করা হয়েছিল এদেরকে। এই স্থাপত্যগুলো হল চীনের প্রাচীর, পেট্রা, কলোসিয়াম, চিচেন ইটজা, মাচু পিচ্চু, তাজমহল এবং ক্রাইস্ট-দ্য-রিডিমার।
তবে এই নির্বাচন প্রক্রিয়া একইসঙ্গে জন্ম দিয়েছে মহাবিতর্কের। কারণ তথাকথিতভাবে কম সংখ্যায় ভোট পাওয়ার কারণে বাদ পড়ে গেছে এমন কিছু সুযোগ্য প্রতিনিধি যারা কিনা অনায়াসেই জায়গা করে নিতে পারত এই তালিকায়। এরকমই সাতটা ‘আশ্চর্য’-এর কথা নিয়ে থাকছে আরও একটা অধ্যায়।
সবমিলিয়ে এই ২১ আশ্চর্যের রাজসূয় আয়োজন এই বইতে। একদিকে বিপুল পরিমাণে তথ্য, অন্যদিকে ইতিহাসের অলৌকিক বিভা মাখা অসংখ্য গল্পে-মিথে-ছবিতে সেজে উঠেছে পাতার পর পাতা।
সপ্তম আশ্চর্যের সেই জাদু অলিন্দে ডানা মেলে উড়ে বেড়াতে আপনি তৈরি তো?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.