মানয়োশু : জাপানের আদি কবিতা
কৌশিক চক্রবর্তী অনূদিত জাপানের আদি কবিতাগ্রন্থ
প্রচ্ছদ : তাকাকি সিকাকু
জাপানি করিতাচর্চার ইতিহাসে প্রথম যুগের কবিতা সংকলনগুলোর মধ্যে সবচাইতে পুরোনো ও গুরুত্বপূর্ণ সংকলনটির নাম "মানয়োন্ড"। ২০টি খণ্ডে ৪৫০ জনেরও বেশি কবির (অনেক কবিতার রচনাকর্তার নাম জানা যায় না) মোট ৪৫১৬টি কবিতা নিয়ে এ এক মহাগ্রন্থ। মানয়োশুর সঙ্গে জড়িয়ে আছে জাপানের সামগ্রিক ইতিহাসও। জাপানে যে সময়ে ফুজিওয়ারা ও নারা যুগে মানয়োশুর অধিকাংশ কবিতা লেখা হচ্ছে, ঠিক সেই সময়েই চিন দেশে "কবিতার স্বর্ণযুগ"-এ কাইয়ুআন ও তিয়েনপাও কালপর্বে কাব্য সৃষ্টি করে চলেছেন লি পো, তু ফু প্রমুখ মহাকবি। সেই সময়েই অ্যাংলোস্যাক্সন ইংলণ্ডে বেওউল্ফ, ক্যাডমন আর সাইনেউল্ফ কাব্যপর্ব। মানয়োন্ড সংকলনে যে ৭ম-৮ম শতাব্দীর জাপানের জীবন ও সভ্যতাই শুধু প্রতিফলিত হয়েছে, তা নয়; সেখানে রয়েছে দেশজ ঐতিহ্য, সংস্কৃতির ইতিহাস এবং কনফুসিয়, বৌদ্ধ, তাও ও শিন্টো ইত্যাদি প্রাচ্য আধ্যাত্মবাদ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.