মিয়াঁ-কি-মলহার
পৌলমী গঙ্গোপাধ্যায়
তানপুরায় সুর তুলতে পারলেই যে জীবনের সঙ্গীতও সুরময় হবে তার কোন মানে নেই। কেটে যাওয়া তারের ছন্দপতন আর চোরাবালিতে ধসতে থাকা জীবনের সম্মুখে হঠাৎ উদীয়মান এক আগন্তুককে দেবদূত ভাবার ভুলটাই কি তবে কাল হলো ইনশার? হারিয়ে যাওয়া সঙ্গীতের মতো কি তবে সেও হারিয়ে যাবে কোন এক অন্ধকার জগতের অতলে নাকি বৃষ্টির ফোঁটার সাথে আবারও কণ্ঠে ফিরবে সুর!
জানতে হলে পড়তে হবে "মিয়াঁ কি মলহার"
-------------------------------
বই সম্পর্কে কিছু কথা :
উচ্চাঙ্গ সংগীতের যে মাধুর্য আছে সেটা হয়তো অন্যান্য ধারার সংগীতের সঙ্গে তুলনা করা যায় না। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের প্রকৃত মর্ম বুঝে উঠতে ব্যর্থ হয়। কিন্তু যে বা যারা এর অর্থ তথা মাধুর্য বুঝে উঠতে পেরেছেন, তারাই হয়তো সংগীতের প্রকৃত রসাস্বাদনে সমর্থ হয়েছেন। সেইরকমই একটি সাধারণ মেয়ে ইনশা, যার ধ্যানজ্ঞান হল সংগীত। কিন্তু এই সংগীত প্রেমই হয় তার জীবনের কাল। অপূর্ব উচ্চাঙ্গ সংগীতশিল্পী ইনশার জীবনধারাটা চিরাচরিত প্রবাহে প্রবাহিত না হয়ে ঘুরে যায় এক অন্ধকার জগতের দিকে। ইনশা কি পারবে ফিরে আসতে? আবারও কি তানপুরায় সুর তুলতে সমর্থ হবে? নাকি সময়ের কালকুঠরিতেই তার জীবনের দিনগুলো এক এক করে ফুরিয়ে যাবে? রাগ, সংগীত, প্রত্যাশা, হিংসা আর ভগ্ন জীবনের উপাখ্যান এটি, যেখানে দীপক রাগের তেজ আর মেঘমল্লারের স্নিগ্ধ বারিধারা সিক্ত করে তুলেছে উপন্যাসের প্রতিটি পর্বকে। এই উপন্যাস ইনশার জীবনের, এই উপন্যাস এক অব্যক্ত সংগীতের, যার প্রতি অধ্যায়ে রয়েছে এক যন্ত্রণা, এক না পাওয়ার বেদনা।
লেখক পরিচিতি :
লেখিকা পৌলমী গঙ্গোপাধ্যায়ের জন্ম পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন রেলকলোনিতে। পেশায় একজন ব্যাঙ্ক কর্মী হলেও শৈশব থেকেই লেখালেখির প্রতি গভীর টান ও ভালোবাসা। সামাজিক মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ।
বিভিন্ন রহস্যগল্প, গোয়েন্দাগল্প, ঐতিহাসিক গল্পের পাশাপাশি রোমান্টিক এবং ভৌতিক গল্পও রচিত হয়েছে তার কলমে।
একক সাসপেন্স থ্রিলার উপন্যাস ও একক গল্প সংকলনগুলি হল '২৪ ডিসেম্বর', 'কামিনী- এক রহস্যময়ী', 'দ্য লাস্ট জার্নি', 'তমসো মা জ্যোতির্গময়', 'রূপরেখার রূপান্তর', 'ফ্রাই ডে', 'চীন সাগরের রানি' ও 'নিষিদ্ধ করিডোর'। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় এবং ইউটিউবের বিভিন্ন বিখ্যাত চ্যানেলে প্রকাশিত হয়েছে তার একাধিক সৃষ্টি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি