সেদিন মহেঞ্জোদাড়ো
স্বপন বন্দ্যোপাধ্যায়
বিনায়ক ছুটে চলেছে। লক্ষ্য তার মহেঞ্জোদারো। সে শুনেছে, ওই নগরী স্থাপত্যে, ঐশর্য্যে, বর্ণসুষমায় এক আশ্চর্য সভ্যতার পীঠভূমি। কিন্তু বিনায়েকের অন্তরে জ্বলছে ধিকিধিকি চিতার আগুন প্রতিশোধ। প্রতিশোধ নিতে হবে... এক দুরস্ত গতিময় বিচিত্র জন্তুর পিঠে সওয়ার হয়ে ছুটে আসছে একদল মানুষ। সম্পূর্ণ অন্য গোত্রের, অন্য চেহারার, ওরাও ছুটছে মহেঞ্জোদারোর অভিমুখে।
তারপর?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি