নমামি
জিতেশচন্দ্র লাহিড়ী
প্রকাশক — কমলা-গীতা-বীনা প্রকাশনী
পরিবেশক — পত্রভারতী
দেশ আজ স্বাধীন হয়েছে। কিন্তু দেশের চরম দুর্দিনে যে আপনভোলা তরুণের দল স্বাধীনতার স্বপ্ন প্রথম দেখেছিল, নিঃশেষে নিজেকে বিলিয়ে দিয়ে সেই স্বপ্ন সার্থক করতে চেয়েছিল, যাদের অস্থি ও রক্ত দিয়ে স্বাধীনতার সোপান নির্মিত হয়েছে তাদের অনেকেই আজ অবজ্ঞার একপাশে পড়ে রয়েছে। অথচ কত দেবোপম শুভ্রতা, কত ত্যাগ, কত প্রেম, কত অপূর্ব কর্মকুশলতা রয়েছে এদের চরিত্রে। অবহেলার এই অপচয়ের জন্য একদিন হয়তো পরিতাপ করতে হবে দেশ নায়কদের। হয়তো হীরা ফেলে কাঁচ সংগ্রহের গ্লানি তাঁদের কর্মে ব্যর্থতার ছাপ এঁকে দেবে। ভবিতব্যের কথা ছেড়ে দিয়ে আজ শুধু দধীচি-ধর্মী মানুষগুলোর কথাই বলে যাই-তাঁদের কাহিনী ধারণ করে ধন্য হোক আমার "নমামি"।
জিতেশচন্দ্র লাহিড়ী
------------------------------------
স্বাধীনতা লাভের অল্প কাল পরেই যখন 'নমামি' প্রথম প্রকাশিত হয় তখন ভারত ও পূর্ব পাকিস্তানের সর্বস্তরের মানুষের মনে যে অপূর্ব সাড়া জাগাইয়াছিল তাহা যে কোনও খ্যাতনামা লেখকের পক্ষেও গৌরবের বিষয়।
জিতেশচন্দ্র তাহার লেখার মধ্য দিয়া বিপ্লবী চরিত্রগুলি ফুটাইয়া তুলার চেষ্টা করিয়াছে। ঐতিহাসিক ঘটনা ও চরিত্রের উপর কল্পনার রঙ চড়াইয়া ঐতিহাসিক উপন্যাস লেখার রেওয়াজ চালু হইয়াছে। কিন্তু অগ্নিযুগের ঘটনা ও কর্মবহুল চরিত্রগুলি লইয়া এ পর্যন্ত কোনও কাহিনি রচিত হয় নাই। এ যুগ সম্বন্ধে যাহা কিছু লেখা হইয়াছে তাহা কিছুটা ইতিহাস, কিছুটা জীবনী এবং কিছুটা স্মৃতিকাহিনি। সেদিক দিয়া বিচার করিলে ইতিহাস ধর্মী সার্থক ছোটগল্পের সংকলন হিসাবে 'নমামি'-এর মূল্য অনস্বীকার্য।
গল্পগুলির ঐতিহাসিক মূল্য অপেক্ষা সাহিত্যিক মূল্যও কিছুমাত্র কম নহে।
-শ্রীত্রৈলোক্যনাথ চক্রবর্তী (মহারাজ)