তারা একে অন্যকে ভালোবেসেছিল। তারা দুই সাধারণ মানুষ-মানুষী। এক পুজোমণ্ডপের উজ্জ্বল আলোয় মানুষীটি তার উজ্জ্বলতর চোখ তুলে বলেছিল, ‘ভালোবাসি’। তারপর জীবন এসে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তাদের মাঝখানে। গড়ে তুলল দুস্তর দেওয়াল। সে দেওয়াল পেরোতে অনেক উচ্চতায় উঠতে হয়েছিল তাদের। ভালোবাসার অনন্য জাদুডানায় ভর করে দুস্তর বাধা পেরিয়ে অ্যাচিভমেন্টের সুদূর আকাশে তাদের একে অন্যের কাছে ফিরে আসবারই কাহিনি ‘ঈশ্বরপুরের প্রেমকথা’।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি