বাংলা কথাসাহিত্যের অন্যতম শিল্পী সমরেশ মজুমদার। তাঁর কথা উঠলেই আলোচনায় উঠে আসে উপন্যাসেরা, যারা ইতিমধ্যেই চিরস্থায়ী আসন পেয়েছে। সমরেশের লেখালেখি শুরু গল্প দিয়েই। যে গল্পটি ফেরত এসেছিল, সেই ‘অন্তরাত্মা’ চমকে দিয়েছিল পাঠক সমাজকে। পরপর প্রকাশিত হতে থাকে হীরের মতো দ্যুতিময় সব গল্প, সমরেশ মজুমদার তরুণ লেখক হিসেবে অতি দ্রুত পরিচিত হয়ে যান, সুযোগ মেলে উপন্যাস লেখার। কিন্তু গল্পকার সমরেশের কলম থামেনি, অনর্গল গল্প আর গল্প।
‘গল্পসমগ্র’ দ্বিতীয় খণ্ডে কালানুক্রম অনুযায়ী সন্নিবেশিত হয়েছে মোট ৫৩টি গল্প৷