নতুন গল্প ২৫ : কৃষ্ণেন্দু পালিত
কৃষ্ণেন্দুর সমাজবীক্ষণ অত্যন্ত প্রখর। তাঁর গল্প যেন মেঘ রোদ্দুরের আলোছায়া। মানবমনের গহিন অন্ধকার, আলোকিত প্রজ্ঞার অন্তরমহলে কৃষ্ণেন্দুর অবাধ যাতায়াত। অনুভূতিপ্রবণ এই লেখক আলোকিত হন সামাজিক ভূকম্পনে। রাজনীতির ভণ্ডামি, দাম্পত্যের জটিলতা, মূল্যবোধের অবক্ষয়, বেকার-জীবন, প্রেম ও প্রেমহীনতা, মূলত এইগুলি তাঁর গল্পের বিষয়বস্তু। পঁচিশটি গল্পের মনস্ক পাঠকেরা পেতে পারেন আবিস্কারের আনন্দ অথবা চিন্তার রসদ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি