নিজস্ব নির্জনে
মন্দাক্রান্তা সেন
প্রচ্ছদ : মন্দাক্রান্তা সেন
কথা বলা হয়ে যাওয়ার পর যা পড়ে থাকে, তা-ই কবিতা। অথবা কথা-না বলার পর যা জমে ওঠে, কবিতা তাই-ই। এসকল ব্যক্তিগত কথা যা কাউকে মুখ ফুটে বলার নয়, তা ফুটে উঠেছে সাদা পাতায়। কবি তাদের আলাদা আলাদা নামে ডাকেন। তারা সাড়া দেয়, কেন-না তারা জ্যান্ত। তারা জন্ম নিয়েছে বিষাদ আনন্দ প্রেম বিরহ প্রতিবাদ সাফল্য ও ব্যর্থতার গর্ভে। গর্ভধারণের কালে তারা সম্ভাবনাময়। তবে, জন্মানোর পর পাঠকের সঙ্গে তার সংযোগ সম্ভব কি না, সে-কথা পাঠকই বলবে। এখানে কবিতাগুলি একমলাটের মধ্যে বন্দি করা হল, যেমন জন্মমৃত্যুর মলাটে বন্দি থাকে বেঁচে থাকা। বেঁচে থাকার মতোই তারও নিয়তি আছে। এই নিয়তিই কবিতাকে টেনে নিয়ে যাবে তার উৎসুক পাঠকের দিকে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি