নির্বাচিত কবিতা
সৈয়দ কওসর জামাল
প্রচ্ছদ মৌমিতা পাল
কথা শুরু করার কোনও কারণ ছিল না, ইচ্ছাও কি ছিল! না হলে বলা যেতেই পারত দুঃস্বপ্নটিকে স্মরণ করি এসো কিংবা আগে না পারলেও এবার তার মুখোমুখি হতে পারি দুহাত বাড়িয়ে উঁচু গাছের পাতার মতো ডাকি অর্ধচেতনকে যেভাবে একদিন তোমাকে ডেকেছি অকারণ সময়ে অসময়ে অথচ হাওয়াহীন নিস্তব্ধ এই দেশে গাছের পাতাও নড়ে না না হলে পাখি ডাকত, মাথা ঝাঁকিয়ে পাতা ডালপালা ডাকত উত্তেজনায় তিরতির করে ঠোঁট কাঁপত আমার, প্রতীতিও, এখন সবাই জেনে গেছে এখানে শুভসময় বলে কিছু নেই এমন নয় যে পায়ে চলার পথটুকুও শেষ, এবার সমুদ্রপথ, বন্যার মধ্যে এখনও অনেক আলপথ জেগে আছে মাঠজুড়ে আমার হাঁটুতে যে কাটা দাগ তাও উপেক্ষা করা সম্ভব শুধু যদি বলা যেত মঞ্চসজ্জা সমাপ্তপ্রায়, আপনারা আসুন যদি বলা যেতে পারত এবার আমাদের সংলাপ শুরু হোক...
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.