কবিতা সংগ্রহ
আলেহান্দ্রা পিসারনিক
বাংলা ভাষান্তর : অংকুর সাহা
প্রচ্ছদ : শুভদীপ সেনশর্মা
আলেহান্দ্রা পিসারনিক (১৯৩৬-১৯৭২) কবিতা লেখেন না, তিনি কবিতা বানান। আর্হেস্তিনার এই কবি প্যারিসে বসবাসকালে ৯ জুলাই ১৯৬০ তাঁর ডায়েরিতে লিখেছিলেন, "আজ দুটো কবিতা বানালাম, গতকাল বানিয়েছি আরো দুটো। মনে হয় না আমি কোনোােদিন একটা উপন্যাস বানাতে পারব, কারণ অতগুলো পৃষ্ঠা জুড়ে আমার বলার মতন উপাদান নেই...।" কবিতা বানানোর অর্থ কী? তাঁর কবিতার যখন বাংলায় ভাষান্তর করি, তখন আমি কি তর্জমা লিখছি না কি তর্জমা বানাচ্ছি? দর্জি যেরকম তাঁর বস্ত্রখণ্ডটি টেবিলের ওপর মেলে ধরে তার ওপরে মাপজোকসহ আঁকিবুকি লিখে তারপর ড্রেস বানান, কখনও তাঁর সঙ্গে শেলাই করে দেন অন্য বস্ত্রখণ্ড, পিসারনিকও তাঁর ভাবনাচিন্তাগুলি জড়ো করে টাইপরাইটারের সামনে বসে কবিতা বানান, তার সঙ্গে জুড়ে দেন অন্য প্রিয় শিল্পী সাহিত্যিকদের মনন ও চিন্তন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.