অষ্টাদশ শতকের ভারত
অর্থনীতি এবং মারাঠা, জাঠ, শিখ ও আফগানদের ভূমিকা
সতীশ চন্দ্র
অনুবাদ : নীহার বাগ
অনুবাদ সম্পাদনা : সৌভিক বন্দ্যোপাধ্যায়
ভারতে মোগল সাম্রাজ্যের অবক্ষয় ও পতনের কারণ নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। তর্ক ফুরোয়নি এখনো এবং প্রশ্নও আছে প্রচুর। সাম্রাজ্যের পতনের ফলেই কি সতেরো শতকে অর্থনৈতিক বিকাশের যে প্রক্রিয়া চালু ছিল তা আঠারো শতকে বন্ধ হয়ে গিয়েছিল বা বিপর্যস্ত হয়ে পড়েছিল, নাকি সেই প্রক্রিয়া অব্যাহত ছিল, তবে আরও ধীরে এবং আগের চেয়ে কতকটা আলাদা ধরনে? অধিকন্তু, এই প্রক্রিয়ায় উদীয়মান নতুন রাজ্যগুলোর -- মারাঠা, জাঠ, আফগান এবং ছোট ছোট নানান রাজ্য -- বাংলা, আওয়ধ, হায়দরাবাদ, মহীশূর ইত্যাদি কী ভূমিকা ছিল? তারা কি সাধারণ ভাবে বিকাশের প্রক্রিয়াকে ব্যাহত করেছিল, সূচিত করেছিল 'পুনঃসামন্তায়ন ' প্রক্রিয়ার, নাকি একপ্রস্থ জ্ঞাত পরিস্থিতির ভিত্তিতে তারা কোনও কোনও এলাকায় সেই প্রক্রিয়ার সহায়ক হয়ে উঠেছিল, এবং তাকে বিকাশের আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে পেরেছিল?
সতীশ চন্দ্র :
মধ্যযুগীয় ভারতের ইতিহাস বিষয়ে অগ্রগণ্য ইতিহাসবিদ। আলিগড়, দিল্লি, রাজস্থান এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে বৃত ছিলেন। ভারতীয় ইতিহাস কংগ্রেস ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের যথাক্রমে সম্পাদক ও সভাপতি এবং চেয়্যারম্যান ছিলেন। ইংরেজি ভাষায় বহু মৌলিক গবেষণা এবং বিদ্যালয় ও স্নাতক স্তুরের পাঠ্য বইয়ের রচয়িতা।
নীহাররঞ্জন বাগ :
আয়কর বিভাগের ভূতপূর্ব উচ্চপদস্থ আধিকারিক। সাহিত্য চর্চা করেন এবং সমাজবিজ্ঞানের বহু গ্রন্থের অনুবাদ করেছেন।
সৌভিক বন্দ্যোপাধ্যায় :
সহযোগী অধ্যাপক ইতিহাস বিভাগ, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.