পরশুরামের চরিত্রশালা
রামকৃষ্ণ ভট্টাচার্য
ঘটনা ও ভাবনাকে ছাড়িয়ে চরিত্রসৃষ্টিতেই পরশুরামের আসল দক্ষতা। বিচিত্র চরিত্রসৃষ্টিতে তিনি প্রায় অদ্বিতীয়। আবালবৃদ্ধবনিতার প্রায় যাবতীয় টাইপ তাঁর গল্পে ঘুরে বেড়ায় সকলেই কমবেশি মনে রাখার মতো। আরও বড় কথা এই যে, তাঁর লেখকজীবনের কোনো পর্বর চরিত্ররাই অন্য নামে অন্য পর্বে দেখা দেন না। প্রতিটি চরিত্রই এক-একটি বিশেষ সময় ও সমাজের সঙ্গে যুক্ত। সেই সময় ও সমাজ পাল্টে গেলে চরিত্ররাও পাল্টে যায়।
সামাজিক ইতিহাস লেখার কাজে পরশুরামের গল্পগুলি তাই বহু তথ্যর শ্রামের খনি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি