পারিবারিক স্মৃতিলিপি পুস্তকে রবীন্দ্রনাথ
পশুপতি শাশমল
‘পারিবারিক স্মৃতিলিপি পুস্তক’-এর প্রধান লেখক রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। এ পাণ্ডুলিপিতে তাঁর রচনার পরিমাণ যেমন বেশি, তেমনি তাদের বিষয়বৈচিত্র্য এবং রচনাশৈলীও বিশেষ চিত্তাকর্ষক। সবচেয়ে বড় কথা, এদের বেশ কয়েকটি পরবর্তীকালে অবিকল অথবা ঈষৎ পরিবর্তিত আকারে পত্রিকায় মুদ্রিত হয়েছে এবং তাঁর গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে; আবার কয়েকটির মূলভাব ও আংশিক উপকরণ অবলম্বনে নির্মিত হয়েছে ভিন্নতর রচনা। সেদিক থেকে এ পাণ্ডুলিপি যেন রচনার প্রস্তুতিক্ষেত্র বা খসড়া খাতা। তা ছাড়া বিভিন্ন রবীন্দ্রপ্রসঙ্গে বর্তমান পাণ্ডুলিপিটি আকীর্ণ। ফলে সমকালের রবীন্দ্ররচনার ইতিবৃত্ত এবং লেখকের মানসতার বিচিত্র গতিপ্রকৃতির আনুপুঙ্খিক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ রচিত হতে পারে প্রাসঙ্গিক তথ্য উপাদানের ভিত্তিতে। এ সকল কারণে পারিবারিক স্মৃতিলিপি পুস্তকে রবীন্দ্ররচনা ও রবীন্দ্রপ্রসঙ্গাদি অত্যন্ত মূল্যবান, এবং তাই সংকলনযোগ্য।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি