পাথরের ফণা ও ঈশ্বর
চিন্ময় গুহ
প্রচ্ছদ ও শিল্প ভাবনা : সৌরিশ মিত্র
কখনও মধুবন্তী, কখনও বিলাসখানি টোড়ি, কখনও মালকোষ।
চিন্ময় গুহ তাঁর প্রবন্ধে ও সাহিত্য-সমালোচনায় জ্ঞানচর্চা ও শিল্পরসকে এক অবিমিশ্র রাগিণীরেখায় মিলিয়ে দিতে চেয়েছেন। আসলে তিনি আদ্যন্ত এক কবি। তাঁর ভাষার গভীরতা ও বিস্তৃতি সাতরঙা রামধনুর মতো।
কয়েক দশক পরে এই দুঃখদগ্ধ সময়ে আজ আবার কবিতার কাছে ফিরে এসেছেন তিনি। তাঁর ভাষায়, 'যেন এক অজানা বীজগণিতের মধ্যে রাখা আছে জন্মমুকুলের বীজ। এদের কবিতা বলব, না শুধুই "লিখন” (écriture), জানি না।'
পুরনো-নতুন মিলিয়ে এই অপরূপ অক্ষরমালা একেবারেই আলাদা এক অনুরণন সৃষ্টি করবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি