প্রলয়ঘূর্ণি : টাপুরদি-মিতুল সিরিজ
সোমজা দাস
টাপুরদি-মিতুল সিরিজের নতুন উপন্যাস প্রলয়ঘূর্ণি।
--------------------
মোবাইলটা টাপুরের হাতে দিল অর্জুন। টাপুর একে একে পাঁচটা ছবি দেখল। তারপর অর্জুনের দিকে তাকাল। অর্জুন বলল, “কী বুঝলে?”
“কিছুই না। আমি শিয়োর নই। তবে একটা হাঞ্চ হচ্ছে।”
“কীসের হাঞ্চ?”
টাপুর একটুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল, “আমার হাঞ্চটা ভুল হলেই খুশি হব। কিন্তু মনে হচ্ছে সেটা নাও হতে পারে।”
“আমি জানি কী ভাবছ তুমি। বিলাল শেখের মার্ডারের সঙ্গে সুখেন্দু শেখরের মার্ডারের যোগসূত্র আছে বলে মনে করছ তো?”
টাপুর হাসল। বলল, “সেটা তুমিও ভাবছ অর্জুন। কিন্তু তোমার ইগো সেটা তোমাকে স্বীকার করতে বাধা দিচ্ছে। না হলে তুমি এত সহজে বুঝে যেতে না যে আমি কী ভাবছি। মার্ডারের অস্ত্র হিসেবে আজকাল ক্ষুর কিন্তু খুব একটা কমন নয়। আর তাছাড়া…”
“তাছাড়া? আবার কী?” জিজ্ঞাসা করল অর্জুন।
টাপুর শান্ত গলায় বলল, “আমার আরও ধারণা খুন হয়তো এখানেই শেষ নয়। আমার মনে হচ্ছে আরও খুন হবে।
---------------
উন্মাদ খুনিকে খুঁজে পেতে টাপুর কি পারবে কলকাতা পুলিশকে সাহায্য করতে? নাকি খুনি আবারও সফল হবে খুঁজে নিতে তার পরবর্তী শিকার?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি