প্রণাম : একই অঙ্গে কত রূপ!
হরিপদ ভৌমিক
বইটি ভক্তিমার্গের জটিল তত্ত্বকথা নিয়ে লেখা নয়। 'প্রণাম' বিষয়টি কতরকমে নিজের অজান্তে মানুষ ব্যবহার করে থাকে-সেগুলি নিয়ে আমরা কেউই ভাবি না। প্রণামের সূত্রপাত ভয়ে না ভক্তিতে তা জানা যায় না। জানার কোনো উপায়ও নেই। যে কোনো শনি-মঙ্গলবার দক্ষিণেশ্বর, কালীঘাট, ঠনঠনিয়া কালীমন্দির কিংবা শনিমন্দিরে গেলে দেখতে পাবেন-কেউ রাস্তায় চোখ বন্ধ করে, হাত জোড় করে মুখে বিড়বিড় করে মন্ত্র আওড়াচ্ছে। কেউ মন্দিরের দেওয়ালে মাথা ঠেকিয়ে বা মাথা ঠুকে প্রণাম করছেন। কেউ আবার মন্দিরের চাতালে ভিড়ের মধ্যেও সাষ্টাঙ্গে প্রণাম সেরে নিচ্ছেন। কেউ 'মা মা' বলে চিৎকার করতে করতে দু-হাত মাথার উপরে তুলে দাঁড়িয়ে আছেন। এছাড়া গঙ্গার ঘাটেও নানারকম প্রণাম দেখতে পাবেন। -প্রণামের এমন নানান ব্যবহারের খণ্ডিতাংশ রইল এই গ্রন্থে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি