পুননির্মিত গতজন্মের কথা
কালীকৃষ্ণ গুহ
"আমাদের বাড়িতে কখনো কালীপুজো হয়নি, একবার ছাড়া। আমার জন্মের পর বাড়িতে কালীপুজো হয়েছিল। বাড়ির দক্ষিণ দিকে নারকেলগাছ-ঘেরা একটা জায়গায় কালীপুজো হয়। সেখানে একটু উঁচু মাটির ঢিবি আমরা দেখেছি। যেটা ছিল পুজোবেদি। মাঝে মাঝে সেই বেদিতে মাটির প্রদীপ জ্বেলে দেওয়া হতো। কোনো কোনো অমাবস্যার সন্ধ্যায় সেই বেদিটার কাছে গেলে গা ছমছম করত। মনো হতো বিরামহীন কালীপুজো চলছে সেখানে। যেন ওই বেদির সঙ্গে কালীমূর্তি সারাক্ষণ জড়িত।"___
"পুনর্নির্মিত গতজন্মের কথা" কালীকৃষ্ণ গুহ রচিত এক অনন্যসাধারণ স্মৃতিচারণমূলক গ্রন্থ, যেখানে তার শৈশব এবং বাংলাদেশের বাল্যকালের স্মৃতিগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে। কবির অনন্য ভাষাব্যক্তিত্বর মাধ্যমে অতীত জীবনের প্রতিটি অনুভূতি এখানে যেন জীবন্ত হয়ে উঠেছে। তার বর্ণনায় ফুটে উঠেছে সেই সময়ের নিখুঁত ছবি, যা পাঠকদের মুগ্ধ করবে। অতীতের ক্ষণজন্মা আনন্দ ও বিষাদের মুহূর্তগুলোকে অত্যন্ত নিপুণভাবে সংকলিত করেছেন, যা বইটিকে একটি কালজয়ী সৃষ্টি হিসেবে উপস্থাপন করেছে। এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত স্মৃতিচারণ নয়, বরং একটি সময়ের ইতিহাস, যা পাঠককে বাংলাদেশের গ্রামীণ জীবনের সৌন্দর্য, প্রশ্নজড়িত নান্দনিকতায় ভাসিয়ে নিয়ে যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি