রচনাসমগ্র ১
অরুণ মুখোপাধ্যায়
শ্রীঅরুণ মুখোপাধ্যায়ের পরিচিতি মূলত নাট্য-পরিচালক, অভিনেতা এবং ‘চেতনা’ নাট্যগোষ্ঠীর কর্ণধার হিসাবে। কিন্তু প্রযোজনার জন্য পছন্দসই নাটকের প্রয়োজনে তিনি বারবার কলম ধরেছেন। বহু নাটক অনুবাদ, রূপান্তর করেছেন, নাট্যরূপ দিয়েছেন বহু গল্প-উপন্যাসের। মৌলিক নাটকও লিখেছেন কয়েকটি, যাদের মধ্যে উজ্জ্বলতম অবশ্যই ‘মারীচ সংবাদ’। এ ছাড়াও ‘রামযাত্রা’, ‘ভবানী স্পেশাল’, ‘জটায়ু সংবাদ’, ‘ঋতায়ন’ প্রভৃতি নাটকগুলি রয়েছে এই সংকলনে। রয়েছে একটি ‘কবির লড়াই’। কিন্তু শ্রীমুখোপাধ্যায়ের রচনাসমগ্রের এই প্রথম খণ্ডটি অবশ্যই সংগ্রহযোগ্য যে কারণে তা হল প্রবন্ধ। দীর্ঘদিনের নাট্যযাপনে— বিভিন্ন সময়ে, ভিন্ন, ভিন্ন তাগিদে, দায়বদ্ধতায় যত লেখা তিনি লিখেছেন তার থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ, মনোগ্রাহী এবং অবশ্যপাঠ্য প্রবন্ধ এখানে সংকলিত হয়েছে। এদের মধ্যে অনেকগুলি শিক্ষামূলক, অনেকগুলির মধ্যে ধরা রয়েছে বঙ্গ-নাট্যচর্চার আকর্ষণীয় ঐতিহাসিক উপাদান। কয়েকটি অনবদ্য স্মৃতিচারণা, নাট্য ও চলচ্চিত্রের আন্তঃসম্পর্ক বিষয়ক মূল্যায়ন, সামগ্রিকভাবে ভারতীয় তথা বঙ্গীয় গ্রুপ থিয়েটারের— শৈল্পিক, সাংগঠনিক ও রাজনৈতিক সালতামামি। এবং সর্বোপরি নাট্যপরিচালনা, অভিনয়, পরিচালক-অভিনেতার সম্পর্ক ইত্যাদি বিষয়ে শ্রীমুখোপাধ্যায়ের বিশ্বাস ও দীর্ঘ অভিজ্ঞতার নির্যাসে ভরপুর এই সংকলন— সমস্ত নাট্যপ্রেমী, গবেষক, পারফর্মার ও ছাত্রছাত্রীদের জন্য একটি রত্নভান্ডার বিশেষ।