রঘু ডাকাত
পাঁচকড়ি দে
রঘু ডাকাতকে নিয়ে কৌতুহল নেই এমন রহস্য- প্রিয় বাঙালি পাঠক খুব কমই আছেন। বহু বছর ধরে পাঠকের মনজগতে রোমাঞ্চ সঞ্চার করেছে এসেছে এই চরিত্র। সেই রঘু ডাকাতকে নিয়ে ছড়িয়ে থাকা রোমাঞ্চকর আখ্যানের আধারে পাঁচকড়ি দে এই গোয়েন্দা উপন্যাস লেখেন।
উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে সাধারণ মানুষের ত্রাস রঘু ডাকাত ও প্রখর বুদ্ধিদীপ্ত গোয়েন্দা রায়মল্ল সাহেবের কীর্তি নিয়ে। গল্পের মূল প্রেক্ষাপট জুড়ে রয়েছে রাজস্থানের পার্বত্য অঞ্চল। একদিকে হাড় হিম করা ডাকাতদল অন্যদিকে ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন গোয়েন্দা এবং তার মাঝে রাজৈশ্বর্য হারানো তারা বাঈ।
উপন্যাসের পরতে পরতে রয়েছে ভয়, রহস্য, বীরত্ব, রোমাঞ্চ, ইতিহাস, রাজনৈতিক, টানাপোড়েন। ডাকাত দলের বীভৎসতা ও বুদ্ধিদীপ্ত গোয়েন্দার আতস কাচের নীচে এ এক জমাটি রহস্য উপন্যাস।
লেখক পরিচিতি :
পাঁচকড়ি দে ১৮৭৩ খৃষ্টাব্দে জন্মগ্রহণ করেন। ভবানীপুরে একটি স্কুলে পড়াশুনা করেন, তবে প্রথাগত শিক্ষা খুব বেশি হয়েছিল বলে জানা যায়। না। ইংরেজিতে এডগার অ্যালেন পো (Fidger Allan Poe) রচিত The Murders in the Rue Morgue (১৮৪১) বইটিকেই প্রথম ডিটেকটিভ কাহিনি বলে ধরা হয়। পাঁচকড়ি দে সম্ভবত বাংলা সাহিত্যে প্রথম মৌলিক ডিটেকটিভ কাহিনির লেখক।
রহস্যকাহিনি লিখে উনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন বলে শোনা যায়। ওঁর লেখা 'নীলবসনা। সুন্দরী', 'মনোরমা', 'মায়াবী', 'হত্যাকারী কে?' এক কালে পাঠকজগতে আলোড়ন তুলেছিল। পাঁচকড়ি দে প্রধানত উইল্কি কলিন্স ও এমিল গাবোরিয়র-এর ধারা অনুসরণ করলেও, পরে কোনান ডয়েলের লেখা। থেকে প্রচুর উপাদান সংগ্রহ করেছিলেন। ১৯৪৫ খৃষ্টাব্দে তাঁর মৃত্যু হয়। পরে ওঁর অনেক লেখা। বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করা হয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.