রহস্যজালে মিশুক
রক্তিম লস্কর
সোশ্যাল মিডিয়ায় পরিচিত এক বান্ধবীর ডাকে সাড়া দিতে গিয়ে বিপদে পড়ে সাত্যকি মিত্র। শিলিগুড়ির কাছে একটা আবাসনের ফ্ল্যাটে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় তাকে। ওদিকে অফিসে বসের সঙ্গে ঝামেলা হয় ক্রাইম জার্নালিস্ট মিশুক চৌধুরীর। এরমধ্যে সংসারে অশান্তির কারণে স্ত্রী কুহেলি তাকে ছেড়ে চলে যায়। এই অবস্থায় অফিস থেকে ছুটি নিয়ে জলপাইগুড়ির বাড়িতে ফিরে আসে সে। সেখানে তার সঙ্গে দেখা হয় কলেজের সহপাঠিনী রিমলির। সে জানায়, তার স্বামী একটা খুনের কেসে ফেঁসে গিয়েছে। সেই বিপদ থেকে উদ্ধারের জন্য সে সাহায্য চায় মিশুকের। এই পরিস্থিতিতে সে কী করবে? সে কি তার বান্ধবীর বিপদে এগিয়ে যাবে? এই ঘটনার সঙ্গে সাত্যকির কী সম্পর্ক? আর কুহেলিই বা শেষ পর্যন্ত কী করবে? পুরোটা জানতে হলে পড়তে হবে রক্তিম লস্করের কলমে “রহস্য জালে মিশুক”।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি