করাচি প্রোজেক্ট
(অদিতি চৌহান সিরিজ)
(শয়তানের মা তৃতীয় ভাগ)
কৌশিক দাশ
প্রচ্ছদ - সৌরভ মিত্র
পৃষ্ঠা সংখ্যা - ৩৬২
ফিরে এসেছেন অদিতি চৌহান।
‘শয়তানের মা’ উপন্যাসে ক্রিকেট জুয়ার পর্দা ফাঁস করে জঙ্গিহানার চক্রান্তকে থামিয়ে দিয়েছিলেন সিবিআই জয়েন্ট ডিরেক্টরের পদে থাকা অদিতি।
‘শিকারের সন্ধানে’ উপন্যাসে পাকিস্তানে পা রেখেছিলেন ব্যক্তিগত এক হিসেব মেটাতে। আর থামিয়ে দিয়েছিলেন ভয়ঙ্কর এক ষড়যন্ত্রকে।
এবার লড়াই ভারতের মাটিতে। এক ভয়াবহ অপারেশনের হাত থেকে দেশকে বাঁচাতে লড়তে হবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ইন্সপেক্টর জেনারেলকে। এই লড়াইয়ে অদিতি হেরে গেলে ভয়ঙ্কর পরিণতি হবে দেশের। পতন হতে পারে কেন্দ্রীয় সরকারের। নিশ্চিত ভাবে বাতিল হয়ে যাবে বুশ-মনমোহন স্বাক্ষরিত ‘১২৩ এগ্রিমেন্ট’, যার পোশাকি নাম ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তি।
এই অপারেশন জন্ম নিয়েছিল করাচির এক মহল্লায়, অন্ধকার এক রাতে। ইন্টেলিজেন্স দুনিয়ায় যার নাম হয়ে যায়— ‘করাচি প্রোজেক্ট’।
কী ছিল করাচি প্রোজেক্টের এই অপারেশন? কী প্রতিশ্রুতি ওসামা বিন লাদেনের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন পাকিস্তানি জঙ্গি ইলিয়াস কাশ্মীরি? সুদূর নিউ ইয়র্কে বসে কী চাল চালছেন এক মার্কিন সেনেটর? কী তাঁর লক্ষ্য?
‘শয়তানের মা’ উপন্যাসে দেখা গিয়েছিল যে ‘ডক্টর’কে তাঁর পরিণতি কী হয়েছে? কোথায় গেল ‘ডক্টর’? ডি-এর ডান হাত! সে কি হারিয়ে গিয়েছে চিরতরে? নাকি কোনও অন্ধ কুটুরিতে আটকে রাখা হয়েছে তাকে?
আর সেই দুই বোন? ‘শিকারের সন্ধানে’ উপন্যাসে আবির্ভাব হয়েছিল যাদের। কাশ্মীর থেকে আফগানিস্তান ঘুরে যারা পাড়ি দিয়েছিল পাকিস্তানে। প্রশিক্ষণ নিয়েছিল লস্করের শিবিরে। তার পরে ভারতে ফিরে এসে হারিয়ে যায় লক্ষ লক্ষ মানুষের ভিড়ে। কোন অগ্নিশিখা বুকে নিয়ে তৈরি হচ্ছে তারা? কোন ভয়ঙ্কর গোপন খবর মনের কুঠুরিতে তালা বন্ধ করে রেখে দিয়েছে দুই বোন? যে খবর পাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছে ভারত-পাকিস্তান, দুই যুযুধান শিবিরই!
২০১০। যে বছরটা শুরু হয়েছিল পুণের জার্মান বেকারি বিস্ফোরণ দিয়ে। কিন্তু তার চেয়েও মারাত্মক এক অপারেশন তত দিনে জন্ম নিয়েছে। যার কথা জানা ছিল না ভারতীয় ইন্টেলিজেন্সের।
সময় শেষ হয়ে আসছে দ্রুত।
করাচি প্রোজেক্ট আর ভারত— এর মাঝে দাঁড়িয়ে এক জনই। অদিতি চৌহান!
কী আছে তাঁর ভাগ্যে? কী আছে ভারতের ভাগ্যে? কী আছে দুই বোনের ভাগ্যে?
সব উত্তর আছে—করাচি প্রোজেক্ট-এ!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি