রহস্যময়ী : গুপ্তচর লিসা
সজল দাশগুপ্ত
প্রচ্ছদশিল্পী : শান্তনু মিত্র
১৯৪০ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে সারা ইউরোপে। জার্মানি ঝড়ের গতিতে একের পর এক দেশ দখল করে চলেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের মস্তিষ্কপ্রসূত গুপ্তচর সংস্থা স্পেশাল অপারেশন এক্সিকিউটিভ বা এস ও ই’র জন্ম হল এমন এক সময়ে। গোপন খবর সংগ্রহ করা ছাড়াও এই সংস্থার লক্ষ্য ছিল দুটি – জার্মান-অধিকৃত দেশগুলিতে ঢুকে নাশকতামূলক কাজকর্ম চালানো এবং হি#টলারের বিরুদ্ধমতবাদীদের একত্র করে তাদের সাহায্য দিয়ে গোপন প্রতিরোধী সংগঠন তৈরি করা।
সেই ছায়াযুদ্ধে অংশ নেওয়ার জন্যে এই সংস্থায় যোগ দিলেন ওডেট স্যামসন। জন্মসূত্রে ফরাসী হলেও বিয়ের পর তিন মেয়ে এবং স্বামীকে নিয়ে ইংল্যান্ডেই তাঁর বসবাস। আপাতদৃষ্টিতে এক খুবই সাধারণ নারী হলেও নানা ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যেও কিভাবে জার্মানদের পর্যুদস্ত করে ছেড়েছিলেন, এই কাহিনি তাঁর সেই সাহসিকতার কাহিনি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি