রাজ কাহিনি
সম্পাদনা : বীজেশ সাহা
এই কলকাতা শহরই জানে তাঁর প্রথম সবকিছু। অভিনয়, শিক্ষা, যৌনতা, প্রেম সবকিছুই বাংলাকে ঘিরে। যৌবরাজ্যের যুবরাজ মুম্বই শহরে দাপটের সঙ্গে নিজের সাম্রাজ্য বিস্তার করেছেন। আর। কে স্টুডিয়োর প্রতিষ্ঠাতা ফিল্ম জগতকে উপহার দিয়েছেন, একেকটি রত্ন। কখনও সে নারী, কখনও সে চরিত্র। নার্গিসের সঙ্গে তার সম্পর্ক শরীরী প্রেম ছাড়িয়ে বহুদূর। রাজ কাপুর নামের সঙ্গেই দুটো শব্দ জুড়ে থাকে, যৌনতা এবং ফিল্ম। স্ত্রী কৃষ্ণা একের পর এক উপহার দিয়েছেন পুত্রসন্তান। আর রাজ কাপুর একের পর এক নারীর যৌবনে হিল্লোল তুলেছেন। নার্গিসের সঙ্গে তার পর্দার কেমিস্ট্রি স্পষ্ট করে ছুঁয়ে যেত দর্শকদের। চার্লি চ্যাপলিনের আইকনিস্ট চলনে-বলনে হয়ে উঠেছিলেন ‘মেরা নাম জোকার”। প্রায় প্রৌঢ়ত্বে বৈজন্তীমালার সঙ্গে তার ‘সঙ্গম’ বিপুল জনপ্রিয়তায় প্রমাণ করে, বয়স বাড়লেও প্রেম যৌনতার উচ্ছলতায় রাজ কাপুর লেজেন্ড অফ ফিল্ম ইন্ড্রাস্ট্রি। তাঁকে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার দিতে স্বয়ং রাষ্ট্রপতি আর ভেঙ্কটরমন সমস্ত প্রটোকল ভেঙে তাঁর মঞ্চ থেকে তাঁর কাছে নেমে আসেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি