রাজা সীতারাম রায় ও তৎপার্শ্ববর্তী ও সংসৃষ্ট রাজগণের ইতিহাস
যদুনাথ ভট্টাচার্য
'বঙ্গ-বিজয়' পরবর্তীতে খসড়া প্রকাশিত যদুনাথ ভট্টাচার্যের দ্বিতীয় বই এটি।
বই এর বিষয়ে কিছু কথা —
বাংলার স্বাধীন হিন্দু রাজাদের মধ্যে যে কয়েকজন নিজেদের প্রতিপত্তি ও সাম্রাজ্য বিস্তারে সফল হয়েছিলেন রাজা সীতারাম রায় তাঁদের মধ্যে অন্যতম। বঙ্কিমচন্দ্র তাঁকে নিয়ে রচনা করেছেন আস্ত একটা উপন্যাস। উপন্যাসটির ঐতিহাসিক ভিত্তি থাকেলও সেটি মূলত কল্পনাপ্রসূত উপন্যাস। অপরপক্ষে যদুনাথ ভট্টাচার্যের এই বই গবেষণামূলক নন ফিকশন।
সীতারামের জন্ম থেকে শুরু করে মহম্মদপুরে তাঁর নগর নির্মাণ, রাজ্যবিস্তার, সমাজনীতি, তাঁর আমলে শিল্প-বাণিজ্যের অবস্থা এবং সীতারামের পতনের কারণ ও পতন পরবর্তীতে তাঁর উত্তর পুরুষগণের অবস্থ—এই সমস্ত বিষয়ে গবেষণামূলক ভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদুনাথ ভট্টাচার্য রচনা করেছেন এই বই। সীতারামের চরিত্র ও শাসনকাল বিষয়ক যে একাধিক কিংবদন্তি পাওয়া যায় যুক্তির মাধ্যমে তা থেকে নির্দিষ্ট সিদ্ধান্তে এসেছেন লেখক। সেইসঙ্গে টীকা হিসেবে তিনি যোগ করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও সনন্দ থেকে প্রাপ্ত তথ্য। যা এই বইকে ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি