রাজনীতি-রাজনীতি
(এক অ-রাজনীতিকের নিরীক্ষণ)
মীরাতুন নাহার
গ্রন্থকার পথভ্রষ্ট বা নষ্ট রাজনীতির সর্বগ্রাসিতার প্রতি পাঠকসমাজের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। মানুষেরই হাতে গড়া রাজনীতি আজ দিগ্বিদিক চেতনা হারা দেশবাসী গড়ে তুলছে। এর ফলে মানুষ নিজের স্বাভাবিক কোমলবৃত্তিকে বিসর্জন দিয়ে হিংস্র হয়ে উঠেছে। এরই পটভূমিতে গ্রন্থটি নির্মিত হয়েছে।