রাখালদাস বন্দ্যোপাধ্যায় : এক বিস্মৃত অধ্যায়
রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে রহস্য, ষড়যন্ত্র, বিতর্কের অনালোকিত অধ্যায়।
রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামটি শুনলেই আমাদের মনে একটাই শব্দ ভেসে আসে, 'মহেঞ্জোদড়ো'। সাড়ে চার হাজার বছর আগের এক অজানা নগর আবিষ্কার করে রাখালদাস এক অজানা ইতিহাসের দ্বার উন্মোচন করেছিলেন বিশ্ববাসীর কাছে। কিন্তু এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। তাঁর গবেষণাতে আমরা জেনেছি বাংলা ইতিহাস ও পাল রাজাদের ইতিহাসসহ অনেক অজানা কথা। বাংলা ও ইংরাজি ভাষায় মিলিয়ে মোট ৩১টি গ্রন্থ ও ২০৬টি গবেষণামূলক প্রবন্ধ রচনা করেছিলেন তিনি। তাও মাত্র ৪৫ বছরের জীবনে। এই মানুষটি নানা বিতর্ক ও ষড়যন্ত্রের যাঁতাকলে পড়ে মাত্র ৪১ বছরে প্রত্ন বিভাগের চাকরি থেকে অবসর নিয়েছিলেন। কি ছিল সেদিনের ঘটনা? তার কতটুকু আমরা জানি? কারা ছিলেন সেই বিতর্কের কুশীলব? আর কতটা দায়ী রাখালদাস নিজে? সেদিনের ভারতের ইতিহাস তথা প্রত্নচর্চার জগতে কি হয়েছিল, তারই অজ্ঞাত বিবরণ হল এই গ্রন্থটি।