ব্রিটিশ কারাগারে সুভাষচন্দ্র
প্রিয়ব্রত মুখোপাধ্যায়
'সুভাষচন্দ্র' ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায়। ব্রিটিশের কবল থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য এক উৎসর্গীকৃত প্রাণ। এই অকুতোভয় বিপ্লবীকে সমগ্র জীবন ধরে ব্রিটিশ সন্ত্রাসের শিকার হতে হয়েছে। কারণে অকারণে তাঁকে দশবার কারাবরণ করতে হয়েছে। নির্বাসিত হয়েছেন একাধিকবার। জেলে গিয়েও থেমে থাকেনি তাঁর সংগ্রামী জীবন। ভারতবর্ষের মুক্তির চিন্তায়, আন্দোলনে আর বিচিত্র পড়াশোনায় কেটেছে তাঁর জেলের দিনগুলি। অজস্র চিঠিপত্রসহ সেই তেজস্বী পুরুষের জেলজীবনের দিনলিপি আর নির্বাসনের দুঃসহদিনগুলির ইতিহাস 'ব্রিটিশ কারাগারে সুভাষচন্দ্র'।
-------------
অষ্টমবার ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হবার পর জেলে বসে পুজো-আচ্চা করতেন সুভাষচন্দ্র । তাঁর সাথে সেসময় দেখা করতে এলে অনেককেই তাঁর পুজোর জায়গাটা দেখাতেন, বিশেষ করে মহিলাদের। আসলে প্রয়োজনীয় নির্দেশ লিখে ঠাকুরের আসনের নিচে লুকিয়ে রাখতেন তিনি। মহিলাদের পুজোর জায়গাটা দেখানোর ফাঁকে গোপনে তাঁদের হাত দিয়ে সেই নির্দেশ বাইরে যথাস্থানে পাঠিয়ে দিতেন।
মোট দশবার সুভাষচন্দ্রকে গ্রেফতার করেছিল ব্রিটিশ সরকার । তাঁর কারাজীবনের রোমাঞ্চকর দুঃসহ দিনগুলোর কথা দুই মলাটে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি