দুই রানি আর এক রাজকন্যা। এক জায়গায় তিনজনই মিলে যান।
সেই জায়গাটা পুরুষ-পৃথিবীর সঙ্গে তাঁদের সংঘাত আর সহাবস্থানের
জায়গা। যুদ্ধ আর কূটনীতি, পুরুষ-দুনিয়ার মারাত্মক দম্ভ আর
এই তিন নারীর মাথা উঁচু করে বেচেঁ থাকার লড়াই যে কোনও রোমাঞ্চকাহিনিকেও হার মানাবে। পালমিরার রানি জেনোবিয়া, শেবার
রানি এবং চাঘতাই রাজকুমারী গুলবদন বেগম, তিন নারীই ঢাকা পড়ে
গিয়েছেন পুরুষ-পৃথিবীর ইতিহাসের নথিপত্রের তলায়। সেই সব ধুলো ঝেড়ে, বহু রকমের কুয়াশা সরিয়ে লেখক নিয়ে এলেন তাঁদের কাহিনি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি