ঋত্বিক
সুরমা ঘটক
বাংলা চলচ্চিত্রকে যে সামান্য কয়েকজন গরিমামণ্ডিত করেছেন ঋত্বিক ঘটক তাঁদের মধ্যে প্রধান ব্যক্তিত্ব। ঋত্বিক ঘটকের চলচ্চিত্র প্রয়াসের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশভাগ, দেশত্যাগের এবং চল্লিশ-পঞ্চাশের ভারতের এক কঠিন ইতিহাস। সেই ইতিহাসের এক খণ্ড-প্রকাশ ঋত্বিকের জীবন, তাঁর সংগ্রাম, তাঁর শৈল্পিক অভিব্যক্তি ও বিকাশ। ঋত্বিক বাঙালীর কাছে এক অসম্পূর্ণ প্রতিভার প্রকাশ। অগোছালো, বাউন্ডুলে এই মানুষটির জীবন ও তাঁর জীবনকে ঘিরে বিভিন্ন ঘটনার ইতিবৃত্ত রচনা করে চলেছেন সুরমা ঘটক। অনুষ্টুপ থেকে ঋত্বিকের জীবনের ঘটনা ও তাঁকে ঘিরে নানা বিতর্ক নিয়ে তথ্যমূলক একটি বই ১৯৯৫ সালেই প্রকাশিত হয়েছে। বইটির নাম 'পদ্মা থেকে তিতাস'।
১৯৭৭ সালে প্রকাশিত 'ঋত্বিক'-এর অনুষ্টুপ সংস্করণ প্রকাশিত হল ১৯৯৬ সালের বইমেলায়। দুটি বই একত্র করলে ঋত্বিককে যেমন কিছুটা বোঝা যায়, তেমন বোঝা যায় সেই সময়ের ইতিহাস ও তাঁর যন্ত্রণাকে। 'ঋত্বিক' এই বইটিতে সুরমা ঘটক আলেখ্য রচনা করেছেন সেই মানুষটির যাঁকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। সঙ্গে সঙ্গে নির্মোহভাবে তিনি তুলে ধরেছেন সব তথ্য। লেখিকা হিসেবে এক মহান দায়িত্ব পালন করেছেন সুরমা ঘটক
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.