ভুটান-সীমান্তে ডুয়ার্সের কালবুনি জঙ্গলে এক সকালে একটি মৃতদেহ পাওয়া গেল। তার কাঁধের খানিকটা মাংস কোনও এক হিংস্র জানোয়ারে খেয়ে গেছে। মৃতদেহটি এক খ্যাতনামা শিকারীর। সবাই বলল— ম্যান-ঈটারের কাজ। কিন্তু ফেলুদা আবিষ্কার করল মৃতদেহের বুকে একটি গভীর ক্ষতচিহ্ন— যা একমাত্র কোনও সুতীক্ষ্ণ ও অতীব ধারালো অস্ত্রের দ্বারাই সম্ভব। তা হলে?
এই ওয়েবসাইটের কার্যকারিতার জন্য আমরা কুকি ব্যবহার করে থাকি। এছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সঙ্ক্রান্ত তথ্যের জন্য আমরা কুকির সাহায্য নিই। নিচের বটন ক্লিকের মাধ্যমে আপনি সমস্ত রকমের কুকি ব্যবহারে সম্মতি জানাচ্ছেন।