সাহিত্য ও বিজ্ঞানের সম্পর্ক
সম্পাদনা : প্রিয়নাথ কর্মকার
বইয়ের কথা :
*মুখবন্ধ*
সৃষ্টির আদিলগ্ন থেকেই বিজ্ঞান হলো মানুষের সাথী । মানুষ প্রথমে আগুনের আবিষ্কার করে। তারপর ধীরে ধীরে তারা আরও বৈজ্ঞানিক সভ্যতার দিকে ধাবিত হয়। তারা একে একে আবিষ্কার করে চাকা , গাড়ি,ও নিত্য নতুন সব অত্যাধুনিক প্রযুক্তির জিনিসপত্র। তারপর তারা ধীরে ধীরে কথা বলতে শেখে। আবিষ্কার হয় ভাষার । তারপর তারা ধীরে ধীরে নিজেদের কথা, গল্প লিখতে শুরু করে। বিভিন্ন লিপি, যেমন তাম্রলিপি,গুহালিপি, শিলালিপি আবিষ্কার হয়। এভাবেই অগ্রগতি হয় সাহিত্যের । তারপর মানুষ সাহিত্যচর্চা করতে থাকে।
সাহিত্য ও বিজ্ঞানের এক আশ্চর্য মেলবন্ধন গড়ে ওঠতে থাকে। সাহিত্যের ক্ষেত্রে যেমন বিজ্ঞানের অবদান থাকে, তেমনি বিজ্ঞানও সাহিত্যকে ছাড়া অপরিপূর্ণ। সাহিত্য ও বিজ্ঞানের এই আশ্চর্য সম্পর্ক রয়েছে বলেই সবকিছুর একটা যৌক্তিক কার্যকারন তত্ত্বের আওতায় এসেছে। আমার এই সাহিত্য ও বিজ্ঞানের সম্পর্ক সংকলনের মুল উদ্দেশ্য হল এই নতুন প্রজন্মের কাছে সাহিত্যের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধনকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি