সাহিত্যের ভাষা : ভাষার সাহিত্য
উদয় নারায়ণ সিংহ
সাহিত্যতত্ত্বে যা নতুন ঢেউ এসেছে, তা পুরনো ধ্যানধারণার চিন্তাভাবনাকে যেন বহুদূর ভাসিয়ে নিয়ে গেছে। ভাষাতত্ত্বও আর আগের মতো সীমিত নেই- ভাষার তন্ত্র এখন জাল ছড়িয়েছে সাহিত্যের বিশ্বে, সাগর মন্থন করে গরল আর অমৃত দুই-ই তুলে নিয়ে আসতে। আজকের পাঠক সন্নিষ্ঠ কৌতূহলী উৎসুক ও বিদগ্ধজন- তিনি চান ভাষার জটিলতাগুলোকে জেনে-বুঝে নিতে... অনেক প্রশ্ন জাগে পাঠকমনে, সেইসব নিয়ে রয়েছে এই নিবন্ধ-সঙ্কলনে কিছু গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা। দেখতে ইচ্ছে করে সাহিত্যকে, ভাষার জানালা থেকে। বুঝে নিতে চায় মন ভাষাকে সাহিত্যের আঙ্গিনায় ডেকে এনে। এই পথগুলি যেন তারই আয়োজন। বেশ কিছু চিন্তাবিদের বিষয়েও আছে সুচিন্তিত ছবি- সস্যুর, নোম্ চমস্কি কিম্বা রলাঁ বার্ত।
কোথাও রয়েছে বাংলা উপন্যাসের শরীর নিয়ে ভাবনা, কোথাও বা কোনো লেখক বা কবিবিশেষকে নিয়ে বিস্তারিত আলোচনা যেমন, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, সতীনাথ ভাদুড়ী, জীবনানন্দ, অমিয়ভূষণ, বুদ্ধদেব বসু থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়-আবার কোথাও বা এক সামগ্রিক পাঠের নতুন আঙ্গিকে বিশ্লেষণ। এসব নিয়েই তৈরি হয়েছে বিগত তিরিশ বছরের শ্রমের ফসল - সাহিত্যের ভাষা: ভাষার সাহিত্য।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি