সংগ্রাহক জীবনের যত কথা
পরিমল রায়
প্রচ্ছদ : শ্রীকৃষ্ণেন্দু চাকী
প্রচ্ছদে ব্যবহৃত আলোকচিত্র : শ্রীহীরক সেন
সাবেক কলকাতার কিংবদন্তী সংগ্রাহক পরিমল রায়ের সংগ্রহ দেখে মুগ্ধ হয়েছিলেন সত্যজিৎ রায় স্বয়ং। বিখ্যাত জাপানি কোম্পানি ‘মারুবেনি কর্পোরেশন’-এর উচ্চপদস্থ কর্মী হওয়ার দরুন দেশ-বিদেশের নানানঈ জায়গায় ঘুরেছেন, বহু গুণী ব্যক্তির সান্নিধ্যে এসেছেন। সংগ্রহের নেশায় ছুটে গিয়েছেন শহর থেকে গ্রামে, দেশ থেকে দেশান্তরে। ভবানীপুরের এই অসামান্য সংগ্রাহক পরিমল রায়ের কলমখানিও ছিল রসবোধে ভরপুর। জীবনের সান্ধ্যকালে কলম ধরেছিলেন, লিখে গিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ রচনা। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সত্যজিৎ রায়, উত্তমকুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, রাজশেখর বসু, শান্তিনিকেতনের ‘সুবর্ণরেখা’র প্রাণপুরুষ ইন্দ্রনাথ মজুমদার, লেখিকা মৈত্রেয়ী দেবী—তাঁর লেখায় ঘুরে-ফিরে এসেছেন এমন নানান ব্যক্তিত্ব। সংগ্রাহক জীবনের কথাই পরতে-পরতে পাওয়া যায় তাঁর এই গ্রন্থে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.