সত্যি ভূত মিথ্যে ভূত
শ্রীকালাচাঁদ মুখোপাধ্যায়
বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন-'বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি'-সত্যই প্রাকৃত এবং অপ্রাকৃত বহু জিনিষই আমাদের অজ্ঞাত।
Shakespeare তাঁর Hamlet-এর মুখ দিয়ে বলিয়েছেন- There are more things in Heaven and Earth, Horartio, than are dreamt of in your philosophy, তাই মানুষের মৃত্যুর পর কী হয় তা এক রহস্য।
তবে আমরা যারা ঈশ্বর বিশ্বাসী তারা মেনে চলি পরমপুরুষ শ্রীকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণের কথা।
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন-'জাতস্য হি ধ্রুবো মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ'-হে অর্জুন, জ্ঞাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত, আবার মৃত ব্যক্তির পূণর্জন্ম অবশ্যম্ভাবী। অর্থাৎ স্থূলদেহ হতে সূক্ষ্মদেহ, আবার সূক্ষ্মদেহ হতে স্থূলদেহ। তাহলে শরীর উৎপত্তির আগে যেটা অপ্রকাশিত, স্থিতিকালে প্রকাশিত, আবার শরীর বিনষ্ট হওয়ার পরেও যেটি অপ্রকাশিত-সেটি কী?
সেটাই শ্রীভগবান বলেছেন-আত্মা-যা জন্ম-মৃত্যু রহিত। এই আত্মা নিত্য-শাশ্বত-চিরন্তন। শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছেন-স্কুলদেহধারী মানুষের যখন ভগবৎ বাসনা ছাড়া আর কিছুই থাকে না, তখনই তাঁর আত্মা-পরমাত্মার সঙ্গে মিলিত হয়-পূণর্জন্ম হয় না।
সাধুরা বলেছেন-যাদের কর্ম খুব খারাপ, অধর্ম ও পাপে যারা লিপ্ত থেকে অতৃপ্ত কামনা নিয়ে মারা যায় (বিশেষ করে অপঘাতে), তাদের সদ্গতি হয় না-তাদের আত্মা প্রেত হিসাবে পৃথিবীর পরিমণ্ডলে ঘুরে বেড়ায়-এরাই 'ভূত' হিসাবে মানুষের কাছে প্রতিভাত! আবার মানুষের ভয় দেখানোর দ্বারাও বা ভুল দেখার জন্যও মানুষ যা দেখে ভয় পায় তাই মিথ্যা ভূত! এই নিয়েই- 'সত্যি ভূত-মিথ্যে ভূত'।
লেখক পরিচিতি : কালাচাঁদ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৪৪ সালে পূর্ব বর্ধমানের মণ্ডলগ্রামে। পিতা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় ছিলেন শিক্ষানুরাগী। গ্রামে কিছুদিন পড়াশুনোর পর কলকাতার সারদাচরণ এরিয়ান ইনস্টিটিউশন হতে পাশ করে স্কটিশ চার্চ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে সাম্মানিক-সহ স্নাতক এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি। মণ্ডলগ্রাম উচ্চ বিদ্যালয়ে ১৯৬৮-তে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে ২০০৩-এ সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ। শিক্ষাজীবন থেকে সাহিত্যচর্চা থাকলেও প্রকৃত লেখালেখি অবসর গ্রহণের পরে রামকৃষ্ণ মঠ-মিশনের পত্রিকায় এবং শ্রীরামকৃষ্ণ ভাবাশ্রিত কিছু স্থানীয় পত্রিকায়। 'মুক্তবেণির গঙ্গা যেথায়' 'আমারই কাণ্ডারী' লেখকের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি