শাক্তগীতি সাহিত্য
(টেক্সট সহ)
অনিল কুমার রায়
ভারতের শক্তিসাধনা বহু প্রাচীন। শাস্ত্রে যে এক ব্রহ্মের কথা বলা হয়েছে তাঁরই শক্তি হলেন ব্রহ্মময়ী মা, মহামায়া। ।তিনি শক্তিরূপিণী, করালবদনী ইচ্ছাময়ী, বরাভয়দায়িনী। ।তিনি চৈতন্যরূপিণী, আনন্দময়ী। শাক্তপগুলিতে শিবশক্তির মধ্যে দিয়ে চৈতন্যরূপিণী মায়েরই লীলা কীর্তিত। তাঁরই লীলা তত্ত্ব বর্ণিত হয়েছে শাক্তগীতি সাহিত্যে। তত্ত্ব যেমন আছে তেমনই তত্ত্বকে ছাপিয়ে জীবনরস তথা সাহিত্যিক উৎকর্ষতাও বিদ্যমান। লেখকের অনুপুঙ্খ আলোচনায় ধরা পড়েছে। এই বই সাহিত্যের ছাত্র-ছাত্রীদের সঙ্গে মননশীল পাঠকের কাছেও বিশেষ সহায়ক হবে।