শর্টফিল্ম
লুৎফুল কায়সার
“‘রাত’, ছোট্ট এই শব্দটা আমাদের মনে অনেক অনুভূতিরই জন্ম দেয়। ‘ভয়’ সেগুলোর মধ্যেই একটা।” কথাটা বলেছিলেন আধুনিক হররের অন্যতম কর্ণধার লেখক জেমস হারবার্ট। রাত আসলে বড়ই রহস্যময়। এক উদ্ভট সিরিয়াল কিলারকে নিয়ে বানানো হলো একটা শর্টফিল্ম, তারপরেই ঝামেলাটা শুরু। যারাই শর্টফিল্ম দেখে তাদের ওপরেই নেমে আসে এক ভয়াবহ অভিশাপ। তবে কি সেই খুনির আত্মা চায় না যে মানুষ তার কথা জানুক?
সৃজন আর ওর বন্ধুদের কী হবে?
বাধ্য হয়ে সৃজন যোগাযোগ করলো অতিপ্রাকৃত বিশেষজ্ঞ নিহিলার সাথে। ব্যাপারটা একটু খতিয়ে দেখতেই নিহিলা বুঝতে পারলো এ সমস্যা সমাধান করা তার একার কম্ম নয়। রহস্যময়ী বিদেশিনী ফ্রাঞ্জিসকার শরনাপন্ন হলো সে।
কিন্তু তারপরেও, কোনোভাবেই কি ওই ভয়ংকর অপশক্তিকে থামানো সম্ভব? নিহিলা আর ফ্রাঞ্জিসকা কি পারবে সেই অসম্ভবকে সম্ভব করতে?