সিদ্ধার্থ
হারম্যান হেস
অনুবাদ : পার্থজিৎ চন্দ
প্রচ্ছদ : সুপ্রসন্ন কুণ্ডু
করুণাঘন বুদ্ধের উপস্থিতি রয়েছে এই উপন্যাসে; তবে তা অন্তরালে বয়ে চলা, জলের ভেতর জলরঙ আলোর মতো। এ-উপন্যাস সিদ্ধার্থ নামে এক মানুষের সারা জীবনের অন্বেষণ। রাজতন্ত্রের স্বাচ্ছন্দ্য ত্যাগ করে, যথাক্রমে কৃচ্ছ্রসাধন, ভোগবিলাস ও জীবনের মহত্তর সত্যের সন্ধান পেতে ‘প্রতিষ্ঠান’ ও সঙ্ঘের নিরাপদ আশ্রয় ছেড়ে ‘একা’র পথে অনন্ত সফর- একটি জীবনের বহুরৈখিক যাপন সিদ্ধার্থ’র। অন্তরাত্মার আহ্বান ও গূঢ়-দর্শনের অনবদ্য মেলবন্ধন এ-উপন্যাস। ‘একক’ মানুষের অভিযাত্রায় বিচিত্র অভিজ্ঞতা ভীড় করে এসেছে এবং শেষে মিলিত হয়েছে একটি বিন্দুতে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি