স্যার এ.পি.জে আবদুল কালাম
পৃথ্বীরাজ সেন
এই মুহূর্তে যে সব্যসাচী সাহিত্যিককে কেন্দ্র করে আলোড়ন উঠেছে পাঠক মহলে, বুদ্ধিজীবিদের উন্নাসিক মনোভাব যাঁর লেখনি-প্রতিভার বিশ্লেষণে নিবেদিত, তিনি হলেন পৃথ্বীরাজ সেন, পনেরোশোটি মৌলিক ও অনূদিত গ্রন্থের লেখক হিসেবে তাঁর নাম পাঠানো হয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস- এর দপ্তরে, বিশ্বের সর্বাধিক গ্রন্থ লেখকের স্বীকৃতির জন্য।
প্রথম কৈশোর থেকে সাহিত্য জগতের বাসিন্দা পৃথ্বীরাজ সেনের অনায়াস বিচরণ সাহিত্যের বিভিন্ন শাখায়, জীবনব্যাপী সাহিত্য সাধনার জন্য সম্মানিত হয়েছেন ভারত সরকারের মানব সম্পদ বিকাশ মন্ত্রকের দ্বারা। নিখিল ভারতবঙ্গ সাহিত্য সম্মেলন তাঁকে দিয়েছে সোনার কলম। বইমেলার বেস্ট সেলার হিসেবে তিনবার পেয়েছেন গোল্ড ডিস্ক অ্যাওয়ার্ড।
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে পেয়েছেন অনুবাদ সাহিত্যে পারুল পুরস্কার।
তবে তাঁর সব থেকে বড় পুরস্কার বিশ্বব্যাপী বাঙালি পাঠক-পাঠিকার হৃদয় থেকে উৎসারিত ধারাবাহিক শুভেচ্ছা, ভালোবাসা ও অনুপ্রেরণা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি