যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ প্রাচীন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইতিহাস নিয়ে গত এক বছরে ধারাবাহিকভাবে লিখেছেন অধ্যাপক সমীরণ চৌধুরী। তাঁর ছাত্রজীবন, স্মরণীয় অধ্যাপক এবং বিভাগীয় ইতিহাসের নানা পর্ব, নানা গল্প সংকলিত হল এই সংগ্রহে। স্মৃতিচারণার পাশাপাশি চমৎকারভাবে উঠে এসেছে প্রাতিষ্ঠানিক ইতিহাস-যে ইতিহাস আজও অনুপ্রেরণা দেয়।
অধ্যাপক সমীরণ চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১৯৬৫ সালের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক। পরে ঐ বিভাগ থেকেই তিনি স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। ১৯৮০ সালে পোস্ট ডক্টরাল কমনওয়েল্থ ফেলোশিপ পেয়ে দু'বছর ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনা করেছেন ৩৮ বছর, সঙ্গে বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেছেন একসময়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মরত থাকাকালীন ২০০২-০৩ সালে ইনস্টিটিউসন অফ ইঞ্জিনিয়ার্সের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন। এটি আজ অবধি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় নজির।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.