সুকুমার রায়ের আশ্চর্য জগৎ
লেখক : কৃষ্ণরূপ চক্রবর্তী
প্রচ্ছদ : সুমন কবিরাজ
সুকুমার রায়ের আশ্চর্য জগৎ' এক অদ্ভুত প্রবন্ধের বই। সুকুমার রায়ের লেখার অন্তরালে যে কত গভীর জীবনবোধ ও দার্শনিকতা লুকিয়ে রয়েছে, তাকে খুঁটে খুঁজে বার করে এনে পাঠকের সামনে তুলে ধরা হয়েছে এখানে। কিন্তু গুরুগম্ভীর তত্ত্বকথার মোড়কে নয়, বরং স্বাদু গদ্যে আস্বাদনের মনোহরী ভঙ্গিতে। 'আবোল তাবোল' বা 'হযবরল'বা 'চলচিত্তচঞ্চরি' র মতো চিরকালীন বই কি শুধু শিশু-মনোরঞ্জনের জন্য রচিত হতে পারে? দ্রৌপদীর শাড়ির মতো তাদের ভাঁজেভাঁজে, পরতে পরতে নানান রহস্যের হাতছানি। এই বইয়ে সেই আপাত-সরল শিশুসাহিত্যের অন্তনির্হিত অর্থকে এত সহজে ও সুন্দর করে আবিষ্কার করেছেন লেখক যে দুর্দান্ত পান্ডিত্যপূর্ণ দুঃসাধ্য কোনও সিদ্ধান্তকে জানানো হচ্ছে তা মনেই হয় না। বরং ডুব দিয়ে সুকুমার-সাহিত্যের আরও অন্দরমহলে পৌঁছোতে চাইলে এই বই আপনার প্রধান সম্বল হয়ে উঠবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি