প্রবন্ধ সংগ্রহ
তীর্থঙ্কর চন্দ
বাংলা নাটকে তীর্থঙ্কর চন্দ এখন শুধু এক ব্যক্তিত্বের নাম নয়, এক দর্শনের নাম। জনতার মুখরিত সখ্যের উষ্ণতায়, এই ভূমি ছুঁয়ে থাকা নাট্যকর্মী তাঁর পথ চলার সরণি নির্দিষ্ট করে নেন, সেই স্থিতপ্রজ্ঞ-আনন্দ শুধু তাঁর সারস্বত চর্চার মধ্যেই আটকে থাকে না, তা সম্পৃক্ত হয়ে থাকে তাঁর যাপনে, যা প্রাণিত করে তাঁর বৃত্তগত মানুষদেরও।
তাঁর রচিত অগুন্তি পূর্ণাঙ্গ এবং একাঙ্ক নাটকের মঞ্চসফল প্রযোজনা হয়েছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে ও আসামে: শিশুকিশোরদের নাটক নিয়ে ডায়ালজিক্যাল পদ্ধতির ভিতে সপাটে দাঁড় করানো তাঁর ভাবনাকে আজ পঁচিশ বছর ধরে তিনি অনিঃশেষ উৎসাহে প্রয়োগ করে চলেছেন, এ নিয়ে বাংলায় পথিকৃৎ বই লিখেছেন 'শিশু নাট্যের সন্ধানে'। পাওলো ফ্রেইরি রচিত 'পেডাগজি অব দ্য অপ্রেসড'-এ বিশ্লেষিত গন্তব্য ও পন্থার সাথে তাঁর সিকি-শতাব্দী ব্যপি পর্যবেক্ষণ ও চর্চার গভীর ঐক্য উপলব্ধি করে, বইটির বঙ্গানুবাদে ব্রতী অনুজ শুভঙ্করের পাশে সর্বার্থে দাঁড়িয়ে গেলেন তিনি এবং আমরা পেলাম আরেকটি যুগান্তকারী গ্রন্থ 'নিপীড়িতের শিক্ষা বিজ্ঞান'।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.